বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিম দেশ ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। তাই ইসরাইলের পাসপোর্টধারীরা ওসব দেশে প্রবেশ করতে পারে না। এমন কয়েকটি দেশের দেশের তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস।

ওই তালিকায় রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনাই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেন।

গত ১৪ মার্চ নিজেদের এক্স আইডিতে তালিকা প্রকাশ করে ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস বলেছে, বিশ্বের এই দেশগুলো ইসরাইলিদের প্রবেশ করতে দেয় না।

এই তালিকা প্রকাশের পর দখলদার দেশটি ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট এর কমেন্টে শুধু বলেছে, ঠিক আছে। আমরা ভালো আছি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলিরা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকে। এছাড়া বর্তমানে বিশ্বের ১৭১টি অঞ্চলে ভিসা ফ্রি সুবিধা পেয়ে থাকেন ইসরাইলিরা। বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকের ২০তম স্থানে আছে ইসরাইল।

সূত্র : এনডিটিভি ও অন্যান্য