স্বপ্নরাজ্যে একদিন

একদিন স্বপ্ন
মেসেজ করে বলল আমায়
তোমার সনে আলাপ আছে
একবার এসো মোর সরাইখানায়।

তার একান্ত গোপনকথা
না বলা কথাগুলো বলবে মোরে
আঃ কি আনন্দ! হাসিমাখা মুখে
সেদিন গেলাম সময় করে।

সালাম দিয়ে বসলাম দু’জন মুখোমুখি
তার সে গোপন কথাগুলো বলা হল শুরু
আমি তখন অবাক বিস্মিত
ভাষা হারিয়ে ক্ষিপ্র গতিতে বুক কাঁপছিল ধুরু ধুরু।

কি কথা হলো তার আর আমার
শুনে হতবাক সবাই
সে বলেছিল, “ব্যর্থতা ছাড়া
সফলতার বাসনা বেহুদাই।

সফলতা আর স্বপ্নপূরণ
নয়ত অতি সহজে মুখস্থ করা কবিতার ছন্দ
সফলতা আসেনা প্রতিক্ষণ-
বামনের কঠিন যেমন ছোয়া চন্দ ।”

যখন এমন কথাগুলো শুনেছিলাম
তখন কি করেছি জানতে চাইলো সবে ,
রিংটোন বাজিয়ে বলেছি “আমার দেশের” ফোন এসেছে
আরেকদিন কথা হবে,এখন আসছি তবে।

একথা বলে কথা আর না করে শেষ
দিলাম সেখান থেকে ভোঁ-দৌড়
আমি নই যে ব্যর্থ হয়ে কষ্ট পাওয়ার দলে
তবে কি করে শুনব কথাগুলো ওর !

লেখক ঃ মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস
শিক্ষার্থী,দর্শন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় .

আবাসিক শিক্ষার্থী ,স্যার এ.এফ.রহমান হল,ঢাবি.