ভয় 

আমি সত্যি খুব ভয় পেয়েছি।
বছর শেষে এমন ভয় টা তোমাকে ঘিরেই।
তোমায় ঘিরেই আমার যতো ভাবনা।
তাই তোমাকে হারানোর ভয়টা
সারাক্ষণ আমায় ঘিরে রাখে।
জানিনা তোমায় কতটুকু পেয়েছি,
কতোটুকু পাবো বা আজীবন পাবো কিনা,
তারপরেও তোমায় ঘিরেই আমার যতো ভাবনা।
তোমার নিস্তেজ হয়ে যাওয়া শরীরটা যখন
আমার কোলে এলিয়ে পড়লো,
সত্যি বলছি,মনে হচ্ছিলো,
এই বুঝি তোমাকে হারিয়ে ফেল্লাম।
কিযে ভয় আর চাপা কষ্ট অনুভব হচ্ছিল!!!
চেতন ফিরে তুমি আমায় দেখে হাসছিলে।
কিযে রাগ হচ্ছিলো আমার,
আসলে ভেতরে ভেতরে,
তোমায় ফিরে পাবার আনন্দ টুকু,
রাগ হয়ে প্রকাশ পাচ্ছিলো।
তুমি অনেকবার জিজ্ঞেস করেছ,
যে কেনো তোমায় ভালবাসি,
আমার তোমাকে ভালবাসার তেমন কোনো কারন নেই।
এমন টা নয়,যে তুমি খুব যত্নশীল প্রেমিক,
তোমার ভেতরে আমার জন্য কোন ভালবাসার আকুলতা নেই,নেই কোনো স্বচ্ছ ঢেউ।
তারপরোও কোন স্বার্থ ছাড়াই তোমাকে ভালবাসি।
আমার শান্ত মুখে সেই আকুলতা দেখা যায় না।
অন্তত তুমি দেখনা।
বেচে থাকো তুমি অনেক বছর।
আমার পাশে না থাকলেও,
তোমার অস্তিত্ব আছে এই পৃথিবীতে,
এটাই আমার জন্য যথেষ্ট।
কারন একটাই,ভালবাসি,
ভালবেসেই যাবো,অনন্তকাল।

– তানিয়া তাজ