নেইমারের সঙ্গে নতুন চুক্তি করছে বার্সা

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে সম্মত হয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। ক্লাবটির প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ নিশ্চিত করেছেন যে নতুন চুক্তিতে শীঘ্রই স্বাক্ষর করা হচ্ছে।বার্সা প্রেসিডেন্ট বলেছেন, নেইমার এখানে থাকতে চায়। আগামী কয়েক দিনের মধ্যে তার চুক্তির মেয়াদ বৃদ্ধির সব কিছু চূড়ান্ত করা হবে।২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। আগামী মৌসুমে প্যারিস সেন্ট জার্মেই বা ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার গুঞ্জন উঠেছিল।

সব জল্পনা-কল্পনা উড়িয়ে বার্সা প্রেসিডেন্ট জানালেন ন্যূ ক্যাম্পে থাকতে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন নেইমার। আরো পাঁচ বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন।২৪ বছর বয়সী এই ফুটবলারের অন্য ক্লাবে যেতে অনাপত্তি পাওয়ার অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে ২৩০ মিলিয়ন ইউরো। ফলে বিশ্বের সবচেয়ে বড় ও ধনী ক্লাবও তাকে দলে নিতে পারবে না।২০১৬/১৭ মৌসুম শুরু হওয়ার আগে দেশের হয়ে অলিম্পিকে খেলবেন নেইমার। আগামী আগস্টে ব্রাজিলের রিও ডি জানেইরোতে অলিম্পিক শুরু হবে। ব্রাজিল এখন পর্যন্ত অলিম্পিকে স্বর্ণ জিততে পারেনি। নেইমারের হাত ধরে সেটা জয়ের লক্ষ্যে মাঠে নামবে তারা।