ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ সদর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতাভুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় একযোগে দেশের আরো নয়টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন তিনি।রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার ড. ইকবাল হোসেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা তৌহিদুল ইসলাম, গ্রাহকসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। কথপোকথনের একপর্যায়ে এ জেলায় উৎপাদিত সর্বোচ্চ ধান-চাল দেশের খাদ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পরে একজন ইমামের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদের কল্যাণে নেয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।